ভুয়া সন্দেহে পুলিশ সদস্যকে মারধর, রিকশাচালক আটক

সাভারে ভুয়া সন্দেহে হাইওয়ে থানার এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল মোহাম্মদিয়া সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. সোহেল রানা। তিনি সাভার হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি রিকশায় করে ফিরছিলেন সোহেল রানা। এসময় ওই পুলিশ সদস্য রিকশাচালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আশপাশের রিকশাচালকরা সোহেলের ওপর ক্ষিপ্ত হন। সোহেল নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। এসময় উত্তেজিতরা ভুয়া পুলিশ ভেবে তাকে মারধর করেন। পরে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে রফিকুল ইসলাম নামের এক রিকশাচালককে আটক করা হয়। রফিকুল কুড়িগ্রাম জেলার সদর থানার গিংরাই গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি সাভারে ওলাইলের থাকেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বলেন, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷
মাহফুজুর রহমান নিপু/জেআইএম