অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো চালকের

প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুমন মিয়া সারাদিন অটোরিকশা চালিয়ে বিকেলের দিকে বাড়িতে ফেরেন। এরপর নিজ গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
শাহাবুল আলম আরও বলেন, পরে পরিবারের লোকজন টের পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর