ন্যায় বিচারের স্বার্থে নগরীতে সুশাসন প্রতিষ্ঠিত হবে: খালেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ জুন ২০২৩
বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

ন্যায় বিচারের স্বার্থে নগরীতে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। কোন নাগরিক যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সে দিকে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, নাগরিকের মতামতের ভিত্তিতে নগরভবন চলবে। এখানে কোনো অপশক্তির প্রশ্রয় অতীতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।

শুক্রবার (১০ জুন) দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা ঘুরে তিনি এসব কথা বলেন।

মেয়র প্রার্থী খালেক আরও বলেন, একটি সময় ছিল খুলনা সন্ত্রাস ও মৃত্যুর নগরী। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে সন্ত্রাস বন্ধ হয়েছে। তার নেতৃত্বে খুলনাকেও আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করে সন্ত্রাস বন্ধ করেছি। ইনশাল্লাহ আপনাদের ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হলে খুলনায় সর্ব সাধারণের ন্যায় বিচারের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা করবো।

এ সময় তার সঙ্গে আরও ছিলেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আইয়ুব আলী খান, কামরুল ইসলাম বাবলু, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর গাউসুল আজম, শেখ আবিদ উল্লাহ, চ. ম. মুজিবর রহমান, নুর ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, ইউসুফ আলী খান, জাহাঙ্গীর আলী মন্টু, বাদশা হাওলাদার, অ্যাডভোকেট আল আমিন উকিল, মো. জসিম উদ্দিন, শামীমুর রহমান শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলমগীর হান্নান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।