বিছানায় পড়ে ছিল কৃষকের মরদেহ, ক্ষেত থেকে স্ত্রীকে বিবস্ত্র উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বসতঘর থেকে শাহজাহান মিয়া (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় বাড়ির পাশের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়।
শনিবার (১০ জুন) ভোরে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, ঘাটুরি গ্রামের শাহজাহান আলীর চার মেয়ে এক ছেলে রেখে স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রতিদিনের মতো শুক্রবার স্ত্রী রাশিদা বেগমকে (৪০) নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এর আগে শাহজাহান মিয়ার প্রথম স্ত্রীর ১০ বছর বয়সী এক মেয়ে সাহিদাকে তার সৎ মা রাশিদা বেগম বাড়িতে কবিরাজ আসবে বলে তাদের পুরাতন বাড়িতে ঘুমাতে পাঠান। মায়ের কথা মতো সাহিদা অন্য বাড়িতে ঘুমাতে যায়।
ভোরে এসে বাবা-মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখে বাবার রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে। মা রাশিদা ঘরে নেই। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দেখে শাহজাহানের গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে। লোকজন তার স্ত্রী রাশিদাকে বাড়ির পাশে ক্ষেতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে শাহজাহানের ঝগড়া ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস