জয়পুরহাটে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ০৫:১২ এএম, ১৩ মার্চ ২০১৬

জয়পুরহাট শহরের আল হেরা একাডেমি এলাকার একটি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় এক নারীসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলা শহরের নতুনহাট শেখ পাড়া এলাকার আনিসুর রহমানের মেয়ে আঁখি খাতুন (২২), নতুনহাট সরদার পাড়া এলাকার মুনসুর আলীর ছেলে  ফরিদ হোসেন (১৮), আরাফাত নগর এলাকার নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগা পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর রহমান (৩০)।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গৃহকর্তা মাসুম বিল্লাহর সঙ্গে পরিচয় গোপন করে নারী ডাকাত আঁখি খাতুন ফোনালাপের মাধ্যমে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে আঁখি খাতুন মাসুম বিল্লাহকে বাড়ির দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দেয়া মাত্র ওই নারীসহ ৪ জন বাড়ির ভেতরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ফেলে ১টি মোটরসাইকেল, ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৬ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম বিল্লা পর দিন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে লুট হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ওই ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।  

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।