পরীক্ষা দেওয়া হলো না হুসাইনের, হাসপাতালে হাসান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষায় যাওয়ার পথে প্রাইভেটকারচাপায় মোহাম্মদ হুসাইন (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তারই বড় ভাই মোহাম্মদ হাসান (১৩)।
বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন ও গুরুতর আহত মোহাম্মদ হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। দুজনই কালিয়াচাপড়া চিনিরকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
আরও পড়ুন: ডোবায় পড়ে ভাইয়ের মৃত্যু, খবর শুনে ছাদ থেকে লাফ বোনের
মা জেসমিন রেজা বলেন, আজ স্কুলে আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে নাস্তা করে দুজনেই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। হুসাইন শারীরিক প্রতিবন্ধী থাকায় সাইকেল চালাচ্ছিল বড় ভাই মোহাম্মদ হাসান। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা দুইজন অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হুসাইন মারা গেছে।
একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জোবায়েদ বলেন, হাসান ও হুসাইন সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলের সামনে পৌঁছে গেছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তাদের সাইকেলে ধাক্কা দেয়। এ ধাক্কায় সাইকেল থেকে দুজন ছিটকে পড়ে। ঘটনা দেখে আমরা তাদের উদ্ধার করতে এগিয়ে যাই। প্রাইভেটকার থামিয়ে চালক পালিয়ে যায়। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিখোঁজ শিশু নুর মুহাম্মদকে ফিরে পেতে চায় পরিবার
তিনি বলেন, আমি ওই পথ দিয়ে হাসপাতালে আসছিলাম। ঘটনা দেখে আমি আমাকে বহনকারী অটোরিকশাটি থামিয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। অবস্থা দেখে মনে হয়েছে ঘটনাস্থলেই হুসাইন মারা গেছে। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসকে রাসেল/জেএস/এএসএম