গ্যারেজে আগুন, পুড়ে ছাই ৩৮ অটোরিকশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৫ জুন ২০২৩

কিশোরগঞ্জের একটি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে ৩৮টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকার আরজু অটো সেন্টার নামে ওই গ্যারেজে আগুনের সূত্রপাত হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পরীক্ষা দেওয়া হলো না হুসাইনের, হাসপাতালে হাসান

তিনি বলেন, আমার ভোর ৪টা ৫৫ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই যে, শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকায় অটোর গ্যারেজে আগুন লেগেছে। এরপরই ফায়ার সার্ভিস চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গ্যারেজের ৩৮টি অটোরিকশা পুড়ে গেছে। প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

গ্যারেজের মালিক আরজু মিয়া বলেন, ‘গ্যারেজে রাত থেকে সকাল পর্যন্ত অটোরিকশা চার্জ দেওয়া হয়। ৩৮টি মতো অটোরিকশা সেখানে চার্জ দেওয়া হয়। এছাড়া অটোরিকশাসংক্রান্ত যাবতীয় মেরামতও এখানে করা হয়। সেগুলোর পার্টসও ছিল এখানে। আগুনে সব পুড়ে গেছে।

এসকে রাসেল/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।