প্রেম করে বিয়ে, ৯ মাস পর ভাড়া বাসায় মিললো তরুণীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৫ জুন ২০২৩

কক্সবাজারের উখিয়ায় সাদিয়া আক্তার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার ছেপটখালী মনির উল্লাহর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া ওয়ার্ডের আব্দুল কাদের ও আনোয়ারা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার কাউছারকে বিয়ে করেন সাদিয়া। দুই পরিবার বিয়ের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তাদের ভেতর পারিবারিক কলহ ছিল কিনা কেউ সঠিক বলতে পারছে না।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।