মির্জা ফখরুল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ জুন ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: ঈদের পর আন্দোলন আরও বেগবান হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, কয়েকমাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারায় ঈদুল আজহায় মানুষ কিভাবে অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দামে অনেক কম কিছু ছিল সেগুলোর দাম এখন আকাশচুম্বী। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকায় হয়ে গেছে। এছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যেরও দাম বৃদ্ধি হয়েছে। এজন্য নিম্ন ও মধ্য আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।