নাদিম হত্যা

চেয়ারম্যান বাবুর সহযোগী নয়ন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৪ জুলাই ২০২৩
চেয়ারম্যান বাবু সহযোগী নয়ন

পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার হলেন সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন (২৫)।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে নয়ন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরপর তিনি পালিয়ে যান। সম্প্রতি পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: এলাকায় ‘ত্রাস’ ছিলেন চেয়ারম্যান বাবু

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, তিনি এজাহারভুক্ত আসামি নন। তবে এজাহারভুক্ত আসামিরা নয়নকে নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলেছিলেন। এখনও জিজ্ঞেসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাবু চেয়ারম্যানসহ ১৩ আসামি কারাগারে রয়েছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।