রূপগঞ্জে মাদরাসার শহীদ মিনার ভাঙচুর


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ মার্চ ২০১৬

নারায়ণঞ্জের রূপগঞ্জে একটি শহীদ মিনার ভেঙে ফেলা নিয়ে এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার কাজিরবাগ আলীম ও হিফজুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

শহীদ মিনারে হামলার ঘটনায় সোমবার রাতে মাদরাসার সভাপতি আব্দুল কাইয়ুম ভঙ্গবাসী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে দেবই এলাকার কাজিরবাগ আলীম ও হিফজুল কুরআন মাদরাসায় গত চার বছর পূর্বে একটি শহীদ মিনার স্থাপন করা হয়। রোববার রাতে ওই মাদরাসার শিক্ষার্থী মেহেদী, নুরে এলাহী, রাকিব, ইউনুছসহ বেশ কয়েক জন ছাত্র স্থাপিত শহীদ মিনারে হামলা করে শহীদ মিনারের টাইলস ভেঙে উপড়ে ফেলে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় আনোয়ার মেম্বারসহ মাদরাসা কমিটি তাদেরকে শহীদ মিনার ভেঙে ফেলার কারণ জানতে চাইলে তারা বলেন, শহিদ মিনার বানানো ও ফুল দেয়া বেদায়াত তাই তারা শহিদ মিনার ভেঙেছে।

rupgonj

এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ মাওলানা সামছুজ্জামান বলেন, যে ঘটনাটি ঘটেছে তা সমাধান করা হয়েছে। এ ঘটনায় মাদরাসার সভাপতি আব্দুল কাইয়ুম ভঙ্গবাসী বলেন, কে বা কারা শহীদ মিনার ভেঙেছে তা আমার জানা নেই। তবে দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছি।

আলিম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।