স্টেশনের অফিসে ঢুকে গেল ট্রেন


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

স্টেশনের রেললাইন ছেড়ে মূল প্ল্যাটফর্ম ও স্টেশনের অফিস কক্ষে ঢুকে পড়েছে ট্রেন। চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী নামের একটি ট্রেন নিয়ন্ত্রণ হারালে বুধবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও প্ল্যাটফর্ম ও স্টেশন অফিস কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টার মহানগর প্রভাতীয় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত এই ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে যাত্রী নিতে স্টেশনে প্ল্যাটফর্মে ৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমান করাতে চালিয়ে নিয়ে আসার সময় চালক ট্রেনটির নিয়ন্ত্রণ হারায়। এই সময় ট্রেনের ইঞ্জিন ও অপর দুটি বগি প্ল্যাটফর্ম ও রেললাইন ছেড়ে মুল স্টেশনে উঠে আসে। এতে স্টেশনে যাত্রীদের প্রবেশপথ ও অফিসকক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, এই দুর্ঘটনার ফলে ট্রেল চলাচলে কোন সমস্যা হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বগি বাদ দিয়ে নির্ধারিত ট্রেনটি সকাল ৭টার পরিবর্তে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।