বাড়ির পাশের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশের পুকুরে ডুবে আল আমিন (১২) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলার মহলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আল আমিন ওই গ্রামের হাসান আলীর ছেলে। সে কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আল আমিন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম