নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা, বাবা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

২০ বছর বয়সী মেয়েকে তার বাবা ধর্ষণ করেছেন- এমন একটি অভিযোগ নিয়ে থানায় যান মা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামী, অর্থাৎ মেয়ের বাবাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি কিশোরগঞ্জ শহরে কাঁচামালের ব্যবসা করেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

থানায় দেওয়া অভিযোগ থেকে গেছে, ওই ব্যক্তির চার মেয়ে রয়েছে। এরমধ্যে ৯ মাস আগে কিশোরগঞ্জে খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী মেয়ের। বিয়ের পর প্রায়ই মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে মেয়েকে কিশোরগঞ্জে ভাড়া বাসায় নিয়ে যান তার বাবা।

আরও পড়ুন: ওসি একাই ৩ বার আমাকে ধর্ষণ করেছেন, তারপর এসআই

২৭ জুন সন্তান প্রসবের জন্য ওই ব্যক্তির স্ত্রী কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে ওইদিন রাতে বাসায় কেউ না থাকার মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। এরপর ১৯ জুলাই আবারও মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। কিন্তু ধর্ষণ করতে না পেরে মেয়েকে মারধর করেন।

ভুক্তভোগী মেয়ে বলেন, এর আগেও একাধিকবার আমাকে ধর্ষণ করেন বাবা। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া খারাপ কাজের বিচার চাই।

আরও পড়ুন: ফেসবুক গ্রুপে সখ্য গড়ে হেরেমখানায় নিয়ে ধর্ষণ, অ্যাডমিন গ্রেফতার

মেয়ের মা বলেন, আমার যেদিন হাসপাতালে বাচ্চা হয়, সেদিন রাতে আমার স্বামী মেয়েকে ধর্ষণ করেন। সবশেষ ১৯ জুলাই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। তা করতে না পেরে মেয়েকে মারপিট করেন তিনি। পরে মেয়ে বিষয়টি আমাকে জানায়। এরপর আমি পুলিশকে জানালে পুলিশ এসে আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধর্ষণ করে মেরে ফেলল চাচা

তিনি জানান, মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছেন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।