কিশোরগঞ্জে ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ জুলাই ২০২৩

কিশোরগঞ্জে পাঁচ মামলার সাজাপ্রাপ্ত ও ১৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ আলী আনসারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আনসার কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শোলাকিয়া সাহেব বাড়ি এলাকার বাসিন্দা।

শুক্রবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতার আলী আনসার পাঁচ মামলার সাজাপ্রাপ্ত ও ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সবগুলো মামলাই চেক ডিজঅনারজনিত মামলা। বৃহস্পতিবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো ব্যবস্থা চলছে।

কেআরএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।