পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- উপজেলার কামারকোনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তন্বী (৬) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলো মনি (৫)।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পান।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর পার্শ্ববর্তী মঠখোলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এমএএইচ/এএসএম