কুমিল্লায় জামায়াতের ঝটিকা মিছিল
কুমিল্লায় জেলা পুলিশের অনুমতি ছাড়াই ঝটিকা মিছিল করেছে জামায়াত।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর রামঘাটলা থেকে ঝটিকা মিছিলটি শুরু করে সালাউদ্দিন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন, কাজী নজীর আহম্মেদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমানে দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, ভাতের অধিকার, স্বাভাবিক জীবন যাপনের কোনো অধিকার নেই। মানুষ স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জামায়াত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধিনেই হতে হবে। কেয়ারটেকার সরকারের অধিনেই জামায়াতে ইসলামী সংসদ নির্বাচনে অংশ নেবে। অবিলম্বে আমীরে জামায়াতসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি আদায়ে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।
এ বিষয়ে জেল পুলিশের ডিআইওয়ান ফজলে রাব্বি বলেন, বৃহস্পতিবার দুপুরে জামায়াতের পক্ষ থেকে মিছিলে সহযোগিতা চেয়ে একটি চিঠি দেওয়া হয়। তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস