শেলা নদীতে ৫ কিলোমিটার জুড়ে তেলের স্তর


প্রকাশিত: ০৩:০৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

তেলের ট্যাংকার ডুবে যাবার পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে শুরু করে শেলা নদীর অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে পানিতে এবং দু`পারে তেলের স্তর ভাসতে দেখা যাচ্ছে। খবর বিবিসির।

এতে নদীর দু`পাশে বনভূমির যে অংশগুলো পানিতে মিশেছে সেখানে তেলের স্তর জমাট বেঁধে গেছে। সুন্দরী গাছের শ্বাসমূল, নদীর দু পারের ছোট গাছ, লতাপাতা, শ্যাওলা-এসবও কালো রঙের তেলের স্তরে ঢেকে গেছে।

বন কর্মকর্তার জানিয়েছেন, জোয়ার-ভাটার কারণে এখন বনের ভেতর অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় নদীতে কমবেশি তেল ভাসতে দেখা যাচ্ছে। তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল এবং জলজ প্রাণী ও মাছের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন পরিবেশ কর্মীরা।

মঙ্গলবার ভোরে জাহাজটি ডুবে যাবার ৩০ ঘন্টারও বেশি সময় পার হবার পর এখন নদীটিতে দূষণের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে।নিমজ্জিত জাহাজটিকে উদ্ধারের জন্য এখনো কার্যত তেমন কোন তৎপরতাই শুরু হয়নি। জাহাজটির মালিক কোম্পানি দুটি নৌযান দিয়ে আধা-ডোবা জাহাজটি টেনে রাখার চেষ্টা করছে-যাতে তা পুরো ডুবে না যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।