ফুটবল খেলার সময় সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:১১ এএম, ০১ আগস্ট ২০২৩

গাইবান্ধা সদর উপজেলায় খেলার সময় হিটস্ট্রোকে গোলজার রহমান (৩৭) নামে সাবেক এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের হাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোলজার রহমান উপজেলার কুপতলা ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বারো হাজীর বাজার এলাকায় খেলোয়াড়দের নিয়ে ফুটবল খেলতে নামেন গোলজার। কিছুক্ষণ খেলার পর হঠাৎ তিনি মাঠেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকার গোলজারের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম তানভীর রহমান জাগো নিউজকে বলেন, ফুটবল খেলার সময় তীব্র গরমে গোলজার রহমান নুয়ে পড়েন। তিনি গরমে হিটস্ট্রোক করে মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, হিটস্ট্রোকে ফুটবলারের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানায়নি। হিটস্ট্রোকে মৃত্যু তো স্বাভাবিক মৃত্যুর আওতায় পড়ে।

শামীম সরকার শাহীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।