রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের আহ্বান সুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৩

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

সুজনের জেলা সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, মানবাধিকার কর্মী অঞ্জলী রাণী দেবী, গোলাম রব্বানী মুসা, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠেছে। বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক তথা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অনুকূল নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীরা চায় সংবিধানের আওতায় নির্বাচন। অপরদিকে ক্ষমতা প্রত্যাশী বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলসমূহ চায় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন। এ অবস্থায় মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।

বক্তারা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পারস্পরিক সমঝোতার আহ্বান জানান।

শামীম সরকার শাহীন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।