গাজীপুরে গাড়ির ধাক্কায় যুবক নিহত


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৯ মার্চ ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার দিবাগত রাতে ওই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সকাল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।