১৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

অব্যাহত ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। এ রুটের সব ধরনের ফেরি সার্ভিস বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত বন্ধ ছিল।

ফেরি চলাচল বন্ধ থাকায় সহস্রাধিক যাত্রী ও শতাধিক যান নিয়ে মাঝ নদীতে নোঙর করেছিল ৮টি ফেরি। দু’পাড়েও ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় এ রুটের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখা যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে কলমী লতা, কাকলী, শাহপরাণ, করবী, প্রবাল ও লেংটিঙ্কসহ ৮টি ফেরি নোঙর করাছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।