বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি ভাঙচুর

বগুড়ায় যুব অধিকার পরিষদের ৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ১০:০১ এএম, ২২ আগস্ট ২০২৩

বগুড়ার ধুনটে জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২০ আগস্ট) দিনগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় ক্লাস চলাকালে স্কুলমাঠে গণতন্ত্র মঞ্চের জনসভা

গ্রেফতাররা হলেন- ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।

১১ মার্চ গোসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা করছিলেন। এসময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করেন।

আরও পড়ুন: আটক তিন কর্মচারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।