ফরিদপুরে অভিযানের খবরে রাস্তায় ডাব ফেলে পালালেন ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৯ আগস্ট ২০২৩

সারাদেশের মতো হঠাৎ করে ডাবের দাম বেড়েছে ফরিদপুরেও। আর তাই ডাবের দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে অভিযানের খবরে ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকার কয়েকজন ডাব ব্যবসায়ী রাস্তার পাশে তাদের ভ্যানে থাকা ডাব রেখে কৌশলে পালিয়ে যান।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাবের দাম সহনীয় পর্যায়ে ও সীমিত লাভে বিক্রির নির্দেশনা দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানের টিমের পুলিশসহ অন্যান্য সদস্যদের দেখে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কের পাশের কয়েকজন ব্যবসায়ী তাদের ভ্যানে থাকা ডাব রেখে পালিয়ে যান। ডাবের মালিকদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি বন্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্থানীয় ঔষধ ব্যবসায়ী আকবর বিশ্বাস রাজু জাগো নিউজকে বলেন, পুলিশ দেখে ডাব ব্যবসায়ীরা ভয়ে ভ্যানে ডাব রেখে পালিয়ে গেছে। এ সময় মেডিকেলের সামনের আরও কিছু ডাব ব্যবসায়ী অল্প লাভে ডাব বিক্রি করবে বলে ঘোষণা দেন।

পাইকারি দরে ডাব বিক্রেতা ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাসিন্দা হারুন মণ্ডল বলেন, প্রায় শতাধিক ডাব খুচরা বিক্রেতার কাছে বিক্রির জন্য এনেছি। গাছ থেকে ৫০ টাকা দরে প্রতি পিস ডাব কিনে এনেছি।

এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নির্দেশনায় তিনি বড় ডাব ৮০ টাকা, মাঝারি ৭০ টাকা ও ছোট ডাব ৬০ টাকায় বিক্রি করেন।

নুরুল আমীন বাপ্পি জাগো নিউজকে বলেন, অভিযানের আগে ১৫০ টাকার নিচে কোনো ডাব বিক্রি হয়নি। এর ওপরেও বিক্রি হয়েছে। এখন অভিযানে আসছে, মুহূর্তের মধ্যে ডাবের দাম ৮০ টাকার নিচে চলে এসেছে।

ক্রেতা কামরুজ্জামান হীরা জাগো নিউজকে বলেন, অভিযানের খবরে ডাবের দাম কমেছে। ব্যবসায়ীরাও আগের থেকে দাম কম রাখছে। তবে অভিযান শেষে কর্মকর্তারা চলে গেলে অসাধু ব্যবসায়ীরা আবার বেশি দামে ডাব বিক্রি করতে শুরু করবে।

আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি করে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জাগো নিউজকে বলেন, হঠাৎ করে ডাব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এজন্য ডিজির নির্দেশে বাজারে ডাবের দাম সহনীয় রাখতে আমাদের তদারকি ও অভিযান। আমরা সব ডাব ব্যবসায়ীকে সচেতন করেছি, স্বল্প লাভে ডাব বিক্রির নির্দেশনা দিয়েছি। একই সঙ্গে ডাব ক্রয়ের রশিদ ও ডাব বিক্রয়ের তালিকা রাখার জন্য বলা হয়েছে। ডাবের দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি থাকবে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।