নারায়ণগঞ্জ জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

একই সাথে কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক করা হয়েছে জেলার সবশেষ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে। সদস্য সচিব করা হয়েছে সালাউদ্দিন সালু আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রফিকুল ইসলামকে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সবশেষ কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানাকে। সদস্য সচিব করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ও আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কামালউদ্দিন জনিকে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলার রানা জাগো নিউজকে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করার চেষ্টা করবো। সেই সাথে আমি সবার সহযোগিতা কামনা করছি।

মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।