তালা ভেঙে এসিল্যান্ডের বাসায় চুরি, নিয়ে গেলো টাকা-সোনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:২৩ এএম, ৩০ আগস্ট ২০২৩

ঝালকাঠির রাজাপুর উপজেলার দরজার কলাপসিবল তালা ভেঙে সহকারী কমিশনারের (এসিল্যান্ড- ভূমি) বাসায় চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ চুরি সংঘটিত হয়।

জানা যায়, এসিল্যান্ড ফারজানা ববি মিতু তার অসুস্থ বাবাকে দেখতে ১৮ আগস্ট ছুটি নিয়ে ঢাকায় যান। ৩ সেপ্টেম্বর তার কর্মস্থলে যোগদান করার কথা আছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল বাসার দরজার কলাপসিবল তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি দেখে এসিল্যান্ড ও থানা পুলিশকে জানান।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, এসিল্যান্ডের বাসায় চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আতিকুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।