সীতাকুণ্ডে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে জেলহাজতে প্রেরণ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২১ মার্চ ২০১৬

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় বিএনপির এক চেয়ারম্যান প্রার্থীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। জেলার সীতাকুণ্ড ৭নং কুমিরা ইউপি থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে গেলে আদালত এ আদেশ দেন।

বিএনপির একক প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হেলাল উদ্দিনকে গত ২০১৩ সালের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় আসামি ছিলেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কুমিরা এলাকার বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাননীয় আদালতে তার পূর্বের একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে যান। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।’

জীবন মুছা/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।