রাজবাড়ীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৪৫
রাজবাড়ীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১০ পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়।

আরও পড়ুন: গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিনা উস্কানিতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। আমাদের ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে হঠাৎ বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, বিএনপি নেতাকর্মীরা হঠাৎ পুলিশের ওপর হামলা করে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস