নারায়ণগঞ্জে ২০ লাখ সিগারেট জব্দ, ৪ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ লাখ অবৈধ সিগারেট ও ২০ লাখ পিস নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র‍্যাব।   

রোববার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৪ জনের কারাদণ্ড 

jagonews24

এর আগে শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে তিনজনকে ১৫ দিনের জেল ও একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ধ্বংস করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার‍্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আরাফাত মোহাম্মদ নোমান জানান, দীর্ঘদিন ধরে রয়েল টোব্যাকো নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিলেন। অথচ সিগারেটের প্যাকেট প্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা। এছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।