মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থীর উপর হামলা : আহত ৬


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২২ মার্চ ২০১৬

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণের শুরুতেই সিরাজদিখানের রসুনিয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল খালেক সিকদারের উপর হামলা করেছে প্রতিপক্ষ। এ সময় তার ৫ কর্মী সর্মথক আহত হয়েছেন।

সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে ৩৫ চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থী ১৮৯ ও সংরক্ষিত নারী মেম্বার পদে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। এখানে পুরুষ ভোটার রয়েছে ৭৬ হাজার ১৪০ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৬০ জন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।