রশুনিয়ায় ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ
সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল খালেক শিকদার। তার অভিযোগ প্রথম দিকেই আওয়ামীমনা ভোটাররা ভোট দিয়েছে। এখন আমাকে ভোট দেবেন এমন লোকদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রশুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারীদের দীর্ঘ লাইন। রক্তমাখা পাঞ্জাবি গায়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেন বিএনপি সমর্থিত প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শিকদার।
পরে জাগো নিউজকে তিনি বলেন, আমার ভোটাররা ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভেতর থেকে ভোটারদের ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারকে অনুরোধ করেছি দ্রুত ভোটগ্রহণের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে যেন সব ভোটার ভোট দিতে পারেন।
সরেজমিনে দেখা গেছে, নারীদের লাইনে প্রায় শতাধিক ও পুরুষদের লাইনেও ৭০ জনের উপরে ভোটার রয়েছে। ভোটাররাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলে অনেকে রাগ করে ভোটকেন্দ্র ত্যাগ করেছেন।
আফরুজা নামে এক ভোটার বলেন, দুই ঘণ্টা হলো মেয়েকে নিয়ে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে তিনি। কিন্তু ভোটগ্রহণে ভেতরে সময় বেশি নেয়ায় লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে।
জেইউ/এমএম/জেএইচ/এমএস