রাজশাহীতে বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ বেতারের সব স্তরের শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও প্রাপ্ত সম্মানির শতকরা ১০ ভাগ উৎস কর প্রথা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বেতার শিল্পীরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেববাজারে বেতারের শিল্পীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।

আরও পড়ুন: ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা, মানববন্ধনে একজন অসুস্থ

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার নাট্যকর শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি উয়াজেদ আলী খান, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, বেতার শিল্পীদের যে সম্মানি দেওয়া হয় তা খুবই নগণ্য। এ থেকে শতকরা ১০ ভাগ উৎস কর কর্তন করলে, শিল্পীরা যে সম্মানি পাবে তা সম্মানজনক নয়। এতে বেতারের প্রতি শিল্পীদের অনাগ্রহ তৈরি হবে। শিল্পীদের সম্মানি বৃদ্ধিসহ উৎস কর কর্তনের প্রথা বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।

সাখাওয়াত হেসেন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।