পটুয়াখালীর দুমকির তিন ইউপির দুটি জাপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২২ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটিতে জয় পেয়েছে জাতীয় পার্টি। বাকি একটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

দুমকি উপজেলার মুড়াদিয়া ইউনিয়নে জয় পেয়েছেন জাতীয় পার্টির মো. জাফর উল্লাহ, পাংগাশিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর হোসেন, আঙ্গারিয়ায় জাতীয় পার্টির মো. সুলতান আহম্মেদ হাওলাদার।

এছাড়া পটুয়াখালী সদরের ৬ ইউপির ৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭১টি ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগ, মাত্র ২৫টিতে বিএনপি।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।