রাজবাড়ীতে আরও ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১২৪জন রোগী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৯০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৫৬৬ জন। ভর্তি রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৩১ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ জন, কালুখালীতে ১৮ জন, বালিয়াকান্দিতে ২০ জন ও গোয়ালন্দে ১৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসার দায় নিলো ডিএনসিসি

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে কিছু স্যালাইন সংকট রয়েছে। এছাড়া রোগীর অবস্থা খারাপ হলে অন্য হাসপাতালে রেফার করা হয়।

রুবেলুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।