বান্দরবানে কিশোরের দায়ের কোপে রোহিঙ্গা শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা কিশোরের দায়ের কোপে অপর এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাঁশখাইল্ল্যা ঝিরির মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া মনি (৬) সে ওই এলাকার মো. ইদ্রিসের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তিন বছর আগে নবী হোসেন ও ইদ্রিস নামের দুই রোহিঙ্গা পরিবার বাঁশখাইল্ল্যা ঝিরির মুসলিম পাড়ার বাসিন্দা নাজীম উদ্দিনের বাগানে কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি আরেক রোহিঙ্গা পরিবার নবী হোসেনের মেয়ের সঙ্গে খেলছিল। খেলা শেষে নবী হোসেনের মেয়ে ঘরে ফিরলেও ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি ঘরে না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবার।

একপর্যায়ে নবীর ছেলে হেলাল উদ্দীনকে রক্তমাখা দা নিয়ে পাহাড় থেকে নামতে দেখে সেপথ অনুসরণ করেন তারা। কিছুদূর গেলে সাদিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আপ্রু ছিং মার্মা বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনার পর শিশু হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, অভিযুক্তকে আটকের পর জিঙ্গাসাবাদ চলছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা উভয়ে রোহিঙ্গা। এ বিষয়ে হত্যা মামলা হবে।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।