সাপে কাটার পর সাপ ধরে নিয়ে হাসপাতালে হাজির রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

সাপে কাটার পর জীবিত সাপ ধরে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/sap-20230921154805.jpg

আহতের ভাগনে মো. জিন্নাত আলী জানান, তার মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী এলাকায় যান। বাঁশের বোঝা (আটি) কাঁধে নিলে সেখান থেকে একটি সাপ তার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় সাপটিসহ বান্দরবান হাসপাতালে এসে ভর্তি হন।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা জাগো নিউজকে জানান, সৈকত আলীকে তত্ত্বাবধানে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে সাপটি অতি বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।