খুলনায় ১৬০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

খুলনায় ২৬ সেপ্টেম্বর ১৬০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি। ঝিনাইদহ থেকে রোডমার্চ শুরু হয়ে মাগুরা-যশোর-মনিরামপুর-কেশবপুর-চুকনগর-জিরোপয়েন্ট হয়ে ১৬০ কিলোমিটার রাস্তায় অতিক্রম করে খুলনার শিববাড়ি মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর চারটি থানার প্রস্তুতি সভায় নগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ কথা জানান।

তিনি বলেন, এ সরকার নির্বাচন নিয়ে আবার পাতানো খেলা খেলতে চায়। আমরা আর পাতানো খেলা খেলতে দেবো না। অবৈধ সরকারের পতনের দাবিতে একদফা আন্দোলন চলছে। আমরা রাজপথে নেমেছি। এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরবো না।

উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবীরের (ভিপি হুমায়ুন) সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, আব্দুর রাজ্জাক, আফসার উদ্দিন মাস্টার, মজিবর রহমান ও শফিকুল ইসলাম শফি।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।