ছেলেকে বাঁচাতে নৌকা থেকে লাফ দিয়ে নিখোঁজ মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:০১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যাওয়া নিজের শিশুসন্তানকে বাঁচাতে লাফ দিয়ে রিমি আঞ্জুমান (৩২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুরের শ্রীপুর উপজেলার নাজমুল হাসান সবুজের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের সালটিয়া এলাকার আলতাফ গোলন্দাজ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিমি আঞ্জুমান স্বামী ও তিন সন্তানকে নিয়ে গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। আজ বিকেলে আত্মীয়ের পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হন। তারা পৌর শহরের সালটিয়ার ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে কাশফুল দেখতে আসেন। সেখান থেকে সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে রিমি আঞ্জুমানের সাত বছর বয়সী ছেলে নদীতে পড়ে যায়।

এসময় শিশুকে বাচাঁতে নৌকায় থাকা পুরুষরা পানিতে নামেন। তাদের সঙ্গে রিমি আঞ্জুমানও ছেলেকে বাঁচাতে নদে লাফ দেন। পরে অন্যরা ওই শিশুকে খুঁজে পেলেও নিখোঁজ হন রিমি আঞ্জুমান। এই ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে। তবে রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২৩ সেপ্টেম্বর) আবার উদ্ধার অভিযান শুরু হবে।

ওসি ফারুক আহমেদ বলেন, নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে, তাকে বাঁচাতে নদে লাফিয়ে পড়া রিমি আঞ্জুমান নিখোঁজ রয়েছেন। কাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান চালাবে।

 

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।