বরিশালে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতের ৮ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

বরিশালে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল নগরীর নবগ্ৰাম রোড সামসু মিয়ার গ্ৰেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক কর্মীরা হলেন, মৃত হামজেদ আলী খাঁনের ছেলে সিরাজুল ইসলাম (৪১), মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে সোবহান হাওলাদার (৬০), ইমদাদুল হকের আব্দুল কাইয়ুম (২৮), মৃত লোকমান খানের ছেলে মেহেদী হাসান (২০), আবদুল শুকুর মাঝির ছেলে আনোয়ার হোসেন (৬২), মৃত সিকান্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (৬০), মৃত আব্দুল মালেকের ছেলে মোস্তাফিজুর রহমান (৫৬) ও আব্দুল জব্বার হাওলাদারের ছেলে মোহাম্মদ ইমরান (২৫)।

মহানগর জামায়াতের আমীর জহির উদদীন বাবর জাগো নিউজকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর, আলেম-ওলামাসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নগরীতে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ আটজনকে ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মিছিল করা আমাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটককৃতদের মুক্তির দাবিসহ এঘটনার তীব্র নিন্দা জানাই।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, তাদের বিরুদ্ধে আগেই থেকেই বিস্ফোরক আইনে মামলা ছিলো। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।


শাওন খান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।