সাভারে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৪

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সাভারের আমিনবাজারে বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সাভার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল মণ্ডল বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

গ্রেফতাররা হলেন, মো. আক্তার হোসেন কবিরাজ (৫২), উয়ালিউল্লাহ ওয়ালিদ (৩৭), মো. সজিব হোসেন (৩৪) ও ওসমানী গনি (৪৫)।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে রাত থেকেই তল্লাশি

মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাইনুল হাসান খান বিল্টু, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল বলেন, আমিনবাজারে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা হেমায়েতপুরে কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও ভাঙা কাচের অংশ উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বৃহস্পতিবারের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।