আশুলিয়ায় ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১১:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ঢাকার আশুলিয়ার বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাকশ্রমিক এক দম্পতি ও তাদের শিশুসন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ইউনিক ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়।

মোক্তার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী। এ দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

ঘটনা জানাজানি হলে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।

মাহফুজুর রহমান নিপু/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।