রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রাহিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর বোয়ালিয়া থানার কালিপুকুর এলাকায় তার বাড়ি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর আইসিইউতে মৃত্যু

সম্প্রতি ঢাকা থেকে এসেছে রহিমা। জ্বর নিয়ে গত ২ অক্টোবর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৩ তারিখ তাকে রামেক হাসপাতালে আইসিউতে পাঠানো হয়। রাতে তিনি সেখানেই মারা যান। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রামের পরিচালক বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯৯ জন রোগী। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৯৬জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই হাজার ১৩৩ জন রোগী। বর্তমানে আরও ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।