পলাশবাড়ীতে ১১ জন গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত-শিবিরকর্মীদের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত সংগঠনটির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ১১ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি নজরুল ইসলাম লেবু, পরিষদের ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেব মাস্টার, কিশোরগাড়ী ইউনিয়নের জামায়াতের আমীর সাকোয়াত হোসেনসহ ৮০ জনের নাম উল্লেখ করে শুক্রবার দুপুরে থানায় মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চার’শ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হবে বলেও জানান ওসি মজিবুর রহমান।
উল্লেখ্য, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। পরে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।