ফরিদপুরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৩০ এএম, ১২ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় কড়ই গাছ থেকে পড়ে ভাণ্ডারী মোল্লা (৪৪) নামের এক লাকড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার শরীলদিয়া এলাকায় কড়াই গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। ভাণ্ডারী মোল্লা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রতন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারী মোল্লা বিভিন্ন এলাকা থেকে লাকড়ির উপযোগী গাছ কিনে তা লাকড়ি বানিয়ে বিক্রি করেন। বুধবার বিকেলে শরীলদিয়া এলাকায় গাছ কাটতে গিয়ে অসাবধনতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শ্রেণিকক্ষের পাশে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, বুধবার সন্ধ্যার পর খবর পেয়ে ভাঙ্গা হাসপাতাল থেকে ভাণ্ডারী নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।