বেনাপোল

বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ ফেরতের দাবি, আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৩

বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ নিয়ে আসার সময় বিএসএফ বাধা দেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে বেনাপোল ট্রাক-লরি ও মোটর শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন জানায়, বুধবার সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান চালক নাজমুস শাহাদাত বাবুল। ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করেন। রাতে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দিচ্ছে না।

আরও পড়ুন: ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যু

এদিকে বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। এখানকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট করে তাদের জানিয়ে দিয়েছেন মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, যথাযথ ময়নাতদন্ত সম্পন্ন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।