হাবিপ্রবিতে উত্তীর্ণদের ভর্তির সময়সূচি


প্রকাশিত: ১১:২৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কার্যক্রম ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা সেকশন অফিসার মমিনুল ইসলাম ভর্তিসংক্রান্ত তথ্যটি নিশ্চিত করেছেন।

‘এ’ ও ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২১ ডিসেম্বর, ‘বি’ ও ‘সি’ ইউনিটের উত্তীর্ণদের ভর্তির তারিখ ২২ ডিসেম্বর, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তির তারিখ ২৩ ডিসেম্বর। ‘এ’ ও ‘ডি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৪ ডিসেম্বর, ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৮ ডিসেম্বর এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ২৯ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে।

মেধাতালিকায় ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তির দিন বেলা ১১টার মধ্যে পছন্দক্রম ফরম জমা প্রদান করতে হবে এবং রিপোর্টকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিট অনুযায়ী শূন্য আসনে ওই দিনেই শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

মেধা ও অপেক্ষমাণ উভয় ক্ষেত্রে যেকোনো অনুষদে ভর্তির জন্য আনুমানিক ১২ হাজার টাকা প্রয়োজন হবে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।