অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৫ অক্টোবর ২০২৩

মাদারীপুরে অবৈধভাবে বালু তোলার দায়ে সাতজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন। এসময় বালু পরিবহনরত সাতটি বাল্কহেড জব্দ করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- পিরোজপুর জেলার মো. মহসিন (৩৫), ফরিদ মিয়া (৩৭), মো. নাসির (৩৫), জাহারুন (২৫), মো. ওবায়দুল (৩৪), মো. জলিল (৩০) এবং বরিশালের মো. রাসেল (২৭)।

আরও পড়ুন: ফরিদপুরে বাল্যবিয়ে বন্ধ, খাবার এতিমখানায় বিতরণ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমার নদে অভিযান চালায় প্রশাসন। এসময় বালু ভর্তি সাতটি বাল্কহেডসহ সাতজনকে আটকের পর প্রত্যককে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। এছাড়া বাল্কহেডে থাকা ৪৪ হাজার ঘনফুট বালু বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, বাজেয়াপ্ত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই টাকা রাষ্ট্রের কোষাগারে জমা রাখা হবে। এ সময় সাতজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে আছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।