হিলিতে ট্রেন থামিয়ে দেড় ঘণ্টা অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

হিলি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ, আধুনিক যাত্রী ছাউনি ও স্টেশন মাস্টার নিয়োগসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করেছে মুক্তিযোদ্ধাসহ ছাত্র সমাজ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে অবরোধ কার্যক্রম শুরু করেন তারা।

এসময় হিলি রেলওয়ে স্টেশনে খুলনাগামী রকেট ট্রেন দাঁড় করিয়ে আন্দোলন করেন স্থানীয়রা। ফলে সকাল ১০টা ৪৪ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। দেড় ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

jagonews24

পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্য কর্মকর্তা একে এম নুর আলম আন্দোলনকারীদের বলেন, ১৪ নভেম্বর থেকে হিলি রেলওয়ে স্টেশন একটি পূর্ণাঙ্গ স্টেশনসহ সব কার্যক্রম চালু করা হবে। পরবর্তী সময়ে এখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হবে।

আরও পড়ুন: আত্রাইয়ে ট্রেন স্টেশনের দাবিতে রেলপথ অবরোধ 

jagonews24

এর আগে গত মাসের ১০ সেপ্টেম্বর হিলি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতী এবং আধুনিকায়নের দাবিতে নাগরিক কমিটির ব্যানারে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এর দুদিন পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্টেশনে স্টেশন মাস্টার, বুকিংমাস্টার ও পয়েন্টম্যান যোগদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার লিয়াকত আলী বলেন, আমরা বেশ কিছুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু আমাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ অনেকটা তামাশা করছেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।