ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার সরকারি কলেজ।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফ উদ্দিন প্রমুখ।

এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ইসরায়েল সংশ্লিষ্ট সব পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।