মানিকগঞ্জে ডেঙ্গু কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২০ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক চুনূকার নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কৌশিক উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের চন্দন চুনূকারের ছেলে। সে শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

কৌশিকের বাবা চন্দন চুনূকার জানান, ছেলের জ্বর আসার পর প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। এরপর জ্বর সেরে গেলেও প্রচণ্ড মাথাব্যথার কথা বলে। রোববার (১৫ অক্টোবর) ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার থেকে সেখানে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মধ্যরাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ অক্টোবর) বাড়িতে গিয়ে দেখা যায়, কৌশিকের মরদেহ ঘিরে স্বজনরা আহাজারি করছেন। মাত্র কয়েকদিনের জ্বরে তার এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।

কৌশিকের স্কুলশিক্ষক মো. রমজান আলী বলেন, কৌশিক খুবই ভালো ছেলে ছিল। বিদ্যালয়ের বিভিন্ন কাজে সে অংশ নিতো। সপ্তম শ্রেণিতে পড়লেও স্কুলে তার ছিল ব্যাপক পরিচিতি। পড়াশোনায়ও অনেক ভালো ছিল।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।